Logo
শিরোনাম
বান্দরবানে মারাইংতং এ বৌদ্ধ জাদীর মূর্তি ভাংচুর লামায় ডাকাত দলের মাস্টারমাইন্ড করিম এর বাবার বাড়ি থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত লামায় দুর্যোগ প্রস্তুতি মোকাবেলায় সহায়ক সরঞ্জাম বিতরণ করেন ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আব্দুল্লাহ লামায় দুর্যোগ প্রস্তুতি মোকাবেলায় সহায়ক সরঞ্জাম বিতরণ করেন ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আব্দুল্লাহ বান্দরবানে গোপন সংবাদে ৮ রোহিঙ্গা আটক কেশবপুরে শিশু সুরক্ষায় বাল্যবিবাহ প্রতিরোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত রুমা উপজেলায় পরিদর্শন করলেন বান্দরবান জেলা প্রশাসন শামীম আরা রিনি। পোকখালীতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার, শোকের ছায়া  নাইক্ষ্যংছড়িতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

লামায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন

ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলা বান্দরবানের লামায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, আমার পরিবারকে দূর্নীতিমুক্ত করি, সবাই দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হই- এরকম নানা স্লোগানে ও কর্মসূচিতে লামায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় লামা উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে প্রথমে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গনে সবার অংশগ্রহনে জাতীয় সংগীত, মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হাতে দূর্নীতিবিরোধী বিভিন্ন ব্যানার, প্লে কার্ড,স্টোন সমন্বিত সচেতনতামূলক প্রচারপত্র প্রদর্শন করা হয়। পরে লামা উপজেলা পরিষদ হলরুমে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস.এম.রাহাদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, বিশেষ অতিথি হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল, এনজেট একতা মহিলার পরিচালক আনোয়ারা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মনিরুল ইসলাম, লামা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম ইমতিয়াজ, সম্পাদক ও লামারমূখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর, লামা কোর্ট মসজিদের খতিব মাওলানা আজিজুল হক,বান্দরবান জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, লামা উপজেলা মহিলা আ.লীগের সম্পাদক শ্যামলী বিশ্বাসসহ সরকারি -বেসরকারি দপ্তরের প্রতিনিধি, কাউন্সিলর, শিক্ষক-শিক্ষার্থী, রেড ক্রিসেট সোসাইটি ও সাংবাদিক সহ প্রমূখ।

বক্তারা বলেন,বিভিন্ন বিষয়ে অবদানের কথা তুলে ধরেন এবং এরঁ নীতি অনুসরণ করে পথ চলার আহ্বান জানান। অন্যদিকে দুর্নীতিকে মন থেকে মুছে ফেলার জন্য সবার প্রতি অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!