সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ- রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে পোস্টাল ব্যালটে ভোটদানের নিবন্ধন প্রক্রিয়া প্রদর্শন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাদের সামনে ব্যালটে ভোটদানের জন্য প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করা হয়, যার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের কাছে এই প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করে তোলা। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উপজেলা প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম এবং বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউএনও তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি