বান্দরবান জেলার, রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের, নোয়াপাড়া সংলগ্ন লতাঝিড়ির পাশে জুমঘর থেকে গলাকাটা অবস্থায় ক্যথুইপ্রু মারমা নামের একজনের লাশ পাওয়া গেছে।আজ সকালে লতাঝিড়ি এলাকার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
একই পাড়ার দুই জন বাসিন্দা একসঙ্গে মদ্যপান করে এবং মদ্যপ অবস্থায় তর্কবিতর্কে জড়িত হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে মংরেহ মারমা(৩৬) ধারালো ( দা) দিয়ে ক্যথুইপ্রু মারমাকে (৩৫) গলায় আঘাত করে। ফলে উক্ত স্থানে অতিরিক্ত রক্তক্ষরনে ক্যথুইপো মারমা মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ক্যথুইপ্রু মারমা ও মংরে মারমা দুজনেই একে অপরের বন্ধু ও আত্নীয়ের সম্পর্কে মংরের মারমার বোন জামাই ক্যথুইপ্রু মারমা। গতকাল সন্ধ্যায় দুইজনে মদ খাওয়ার জন্য পার্শ্ববর্তী পাহাড়ের জুমঘরে যায়। রাতে ক্যথুইপ্রু ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজাখুজি করে।
নিহত ক্যথুইপো মারমা (৩৫) নোয়াপাড়া,২ নং তাড়াছা ইউনিয়ন, রোয়াংছড়ি উপজেলা ক্যবাইচিং মারমার ছেলে। অভিযুক্ত মংরে মারমা (৩৬) একই এলাকার মেদোশে মারমার ছেলে।
রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান সত্যতা নিশ্চিত করেন এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি