মো. কামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় কাভার্ডভ্যান ও ডাম্পার (পিকআপ) এর মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ৪জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার (পিকআপ)’র মুখোমুখি সংঘর্ষে দুটো গাড়িই দুমড়েমুচড়ে যায়। এতে উভয় গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই অংশে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি