নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও আলামাছিয়া মাদ্রাসার নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে অভিযুক্তের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে মাদরাসার শিক্ষার্থীরা। গতকাল দুপুরে ঈদগাঁও আলমাছিয়া মাদরাসা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে মাদ্রাসা ছুটি শেষে কজন ছাত্রী বঙ্কিম বাজার থেকে মিনি টমটমযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ফয়সাল নামে এক বখাটে ও তার এক সহযোগী যাত্রী সেজে একই গাড়িতে উঠে ছাত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য শুরু করে এবং ব্যক্তিগত মোবাইল ফোনে তাদের ভিডিও ধারণ করেন।
এসময় ছাত্রীরা আপত্তি জানিয়ে টমটমচালককে গাড়ি থামাতে অনুরোধ করেন। কিন্তু ফয়সাল জোরপূর্বক চালককে গাড়ি না থামাতে বাধ্য করে। একপর্যায়ে ফরাজি পাড়া ব্রীক ফিল্ডের সামনে ফাঁকা স্থানে নিয়ে গিয়ে ছাত্রীদের গাড়ি থেকে নামিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়।
ভুক্তভোগী ছাত্রীরা জানান, ফয়সালের এমন নোংরামির প্রতিবাদে এগিয়ে আসা এক ছাত্রীকেও সে গলা টিপে ধরে ও প্রকাশ্যে চড় মারে। এরপর স্থানীয়রা জড়ো হলে চলে যায় ফয়সাল। আর ঘটনা প্রত্যক্ষ করা স্থানীয়দের ফোন থেকে ৯৯৯ এ ফোন করে আইনি সহায়তা চান ছাত্রীরা। তাৎক্ষণিক মাঠে নামে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে একই দিন বিকেলে নিজ বাড়ি খামারপাড়া থেকে ফয়সালকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃ ফয়সাল জালালাবাদের খামারপাড়া এলাকার বদিউল আলমের পুত্র। একইদিন রাতে ভুক্তভোগী ছাত্রীদের অবিভাবকরা বাদি হয়ে তার বিরুদ্ধে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে মামলাও দায়ের করেন।
ঈদগাঁও থানার এসআই আশরাফুল ইসলামের মতে,”৯৯৯ এ কল পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং অভিযোগের সত্যতা পেয়ে এলাকাবাসীর সহায়তায় ফয়সালকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি