আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে এনসি মিডিয়া সেলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল ১২টায় এনসি মিডিয়া সেলের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম সূচনা করা হয়।
অনুষ্ঠানে এনসি মিডিয়া সেলের প্রচার সম্পাদক জিয়াউ হক আনচারীর সঞ্চালনায় এবং এনসি মিডিয়ার ইনচার্জ ও দৈনিক সংগ্রাম পত্রিকার নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি মাহমুদুল হক বাহাদুরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার কণ্ঠ এর নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ও এনসি মিডিয়ার উপদেষ্টা জনাব মোহাম্মাদ আবু নাছের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারি শাহ নূরুদ্দিন দাখিল মাদরাসা কমিটির সভাপতি, মাও: রফিক বশরী।
মাস্টার আব্দুল গফুর।
এছাড়া উপস্থিত ছিলেন জনমত নিউজ২৪-এর স্টাফ রিপোর্টার নুরুল আবছার, বাংলার আলো নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি হেলাল উদ্দিন মিয়াজি৷ রফিকুল ইসলাম সহ এনসি মিডিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতা অর্জনে তাঁদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। দোয়া মাহফিলে যুদ্ধে শহিদ হওয়া সকল বীরদের শাহাদাতের উত্তম জাযা কামনা করা হয় এবং জীবিত ও প্রয়াত সকল মুক্তিযোদ্ধার মাগফিরাত, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি