পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত মহান বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে পটিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পার্টি দক্ষিণ জেলা, উওর জেলা, পটিয়া উপজেলা, পৌরসভা যৌথ উদ্যােগে বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে পটিয়া সৃতিসৌদে পুষ্পমাল্য অর্পন করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন। পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ এর পরিচালনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার আহবায়ক আমান উল্লা আমান, বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও উত্তর জেলার আহবায়ক শাহাদাত হোসেন, প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলার সদস্য সচিব আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রফিক আহমদ চেয়ারম্যান, পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী টিটু, মনির চেয়ারম্যান, তাপস বড়ুয়া, নাজিম উদ্দীন মজুমদার, ইকবাল মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, আবদুল আজিজ, নুরুল আবছার, ইউসুফ, সৈয়দুল আরেফিন প্রান্ত, জালাল উদ্দীন, কুশ মিএ, নুরুল ইসলাম গান্ধী, আবদুস সাত্তার সওদাগর, মোহাম্মদ ফজল, মোহাম্মদ সৈয়দ, সাহাব মিয়া, সিরাজ মিয়া, মঞ্জু, জসিম উদ্দিন, এম আজাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ মুক্তিযোব্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান উপাধি প্রদান করেন এবং বৈষম্য বিরোধী দেশ গড়ে তুলতে চেয়ে ছিলেন, আজ জাতীয় পার্টি বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, দলের নেতা কর্মীদের ঐকবদ্ধ হয়ে মোকাবেলা করার আহবান জানান।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি