মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় নানার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয় এবং লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে লামা উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত কুচকাওয়াজ ডিসপ্লে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কোয়ান্টাম কসমো স্কুল (মাধ্যমিক ও প্রাথমিক শাখা) এবং দ্বিতীয় স্থান অর্জন করে হলি চাইল্ড পাবলিক স্কুল। এই দিবসটি উপলক্ষে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজনে মোরশেদুল আলমের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রধান অতিথি হিসেবে ছিলেন মো. মঈন উদ্দিন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন।বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। দিবসে মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), রুবায়েত আহমেদ, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তানবীর হাসান, কাজী মোহাম্মদ ইব্রাহীম, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির এবং দিনব্যাপী এই আয়োজনে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সাধারণ জনগণ ও শিক্ষার্থী দেখা গেছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি