নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পালিত হল মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার শহীদ মিনার চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সকালে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এরপরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি, অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা সামাজিক সংগঠন।
সকাল সাড়ে আটটার সময় ঈদগাঁও মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবির ও ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
একইদিন দুপুরে ঈদগাঁও বাস স্টেশনে দারুল আবরার হিফজ মাদ্রাসার আয়োজনে ব্যতিক্রমী মহান বিজয় দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালক হাফেজ শাহেদ লতিফের সভাপতিত্ব বক্তব্য রাখেন লোহাগাড়া ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন মিজবাহ। উপস্থিত ছিলেন, হাফেজ সাদ্দাম হোসেন, ইমাম হোসেন ও সংবাদকর্মী এম আবু হেনা সাগরসহ ছাত্ররা। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি