Logo
শিরোনাম
ঈদগাঁওতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পূর্ণ পরিবেশে মহান বিজয় দিবস পালিত পটিয়ায়  জাতীয় পার্টির উদ্যােগ ১৬ ডিসেম্বর  মহান বিজয় দিবস উদযাপন  নাইক্ষ‍্যংছড়িতে ১২ অবৈধ ইট ভাটায় যাচ্ছে পাহাড়ের মাটি জ্বালানি কাঠ আনতে তৈরি হচ্ছে রাস্তা যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন, শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন নাইক্ষ্যংছড়িতে মিডিয়া সেলের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে মহান বিজয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটির রেলি ও পুস্প স্তবক অর্পন। পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির প্রস্তুতি সভায় বক্তারা: ১০ জানুয়ারি ওরশ সফল করার আহবান। আজিজনগর বন্যপ্রাণী অভয়ারণ্যের পাহাড় কেটে পানের বরজ….. বনবিট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও বনজ সম্পদ পাচারের অভিযোগ মহান বিজয় দিবস সফল করার লক্ষ্যে  পটিয়ায় যুবদলের ব্যাপক প্রস্তুতি লামায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন পালিত

ঈদগাঁওতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পূর্ণ পরিবেশে মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পালিত হল মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার শহীদ মিনার চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সকালে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এরপরে  শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি, অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা সামাজিক সংগঠন।

সকাল সাড়ে আটটার সময় ঈদগাঁও মিনি স্টেডিয়ামে  কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবির ও ঈদগাঁও  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়।  দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একইদিন দুপুরে ঈদগাঁও বাস স্টেশনে দারুল আবরার হিফজ মাদ্রাসার আয়োজনে ব্যতিক্রমী মহান বিজয় দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালক হাফেজ শাহেদ লতিফের সভাপতিত্ব বক্তব্য রাখেন লোহাগাড়া ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন মিজবাহ। উপস্থিত ছিলেন, হাফেজ সাদ্দাম হোসেন, ইমাম হোসেন ও সংবাদকর্মী এম আবু হেনা সাগরসহ ছাত্ররা। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!