মো. কামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
চকরিয়ায় গুরুতর অসুস্থ কর্মরত সাংবাদিক এস এম হান্নান শাহ’র পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জয়নুল আবেদীন। মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি অসুস্থ সাংবাদিকের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
মঙ্গলবার দুপুরে ডা. মোহাম্মদ জয়নুল আবেদীন নিজ উদ্যোগে সাংবাদিক এস এম হান্নান শাহ’র কন্যার হাতে ১০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি অসুস্থ সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি হান্নান শাহ’র দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।
এ মানবিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চকরিয়া পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক এম আর মাহমুদ ও চকরিয়ায় কর্মরত সাংবাদিক মনসুর আলম রানা। তারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং অসুস্থ সাংবাদিকের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন সাংবাদিক এস এম হান্নান শাহ। সম্প্রতি তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার ১৫ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আইসিইউতে স্থানান্তরের অপেক্ষায় রাখা হয়েছে, যা নিয়ে পরিবার ও স্বজনদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে।
অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েই ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে হান্নান শাহ’র পরিবারকে। এমন দুঃসময়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জয়নুল আবেদীনের এই মানবিক সহায়তা পরিবারটির জন্য কিছুটা হলেও স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ বলেন, একজন অসুস্থ সহকর্মীর পাশে দাঁড়ানো শুধু পেশাগত সৌহার্দ্য নয়, এটি মানবিক দায়িত্বও বটে। তারা সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর প্রতি অসুস্থ সাংবাদিক এস এম হান্নান শাহ’র চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে সাংবাদিক এস.এম হান্নান শাহ’র আশু রোগমুক্তি কামনায় সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ মহান আল্লাহর কাছে দোয়া অব্যাহত রেখেছেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি