নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়িতে
নসিহা ফাউন্ডেশনের উদ্যোগে বান শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ১নং ওয়ার্ডের ক্যাতুয়াইপাড়া এলাকায় মার্মা সম্প্রদায়ের শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য লাচিং মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা মিডিয়া সেলের প্রচার সম্পাদক জিয়াউল হক আনছারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থোয়াই মংচিং মার্মা, মোহাম্মদ শাহ আলম, আবু ছিদ্দিক, মোহাম্মদ রাসেল ও সৈয়দ হোসেন।
বক্তারা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি