নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
দক্ষিণ চট্টলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সামনে বতমানে উপভাড়ায় ফায়দা লুটার হিড়িক। দীর্ঘকাল ধরে এসব দেখার কেউ না থাকায় হতাশ পথচারীরা। যার ফলে চলাচলে চরম ভাবে বিপাকে পড়েছেন নারী-পুরুষ। বিঘ্ন সৃষ্টি হচ্ছে প্রায়শ।
সরেজমিনে দেখা যায়, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা সদরের প্রধান হাট ঈদগাঁও বাজারের নানা পয়েন্টে উপভাড়ার হিড়িক চলছে দেদারছে
বাজারের দক্ষিণ পাশের অংশ থেকে বাসস্টেশন পযন্ত ডিসি সড়কের দুইপাশ দিয়েই পায়ে হেঁটে যাওয়ার কোন সুযোগ থাকেনা পথচারীদের। হরেক রকম জিনিসপত্র বিক্রি করছেন ড্রেনের উপর।
বহুটাকা ব্যয়ে নির্মান করা হয় ড্রেনটি পানি সুষ্ঠু ভাবে নিস্কাশনের লক্ষে।ড্রেনের উপর যাতে করে লোকজন চলাচল করতে পারে। কিন্তু সে ড্রেনটি এখন বিক্রেতাদের দখলে বন্দি। কাপড়,তরিতর কারী,আপেল-কমলা,নানাজাতের খাবার সামগ্রী
সহ ভ্রাম্যমান ব্যবসায়ীদের দখলে। যেই যার যার মত ব্যবসা বানিজ্য করে যাচ্ছে। নেই নিয়মনীতি
ঈদগাঁও বাজারের ডিসি সড়কের পাশ্ববর্তীসহ বিভিন্ন পয়েন্টে প্রকৃত ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সামনে টু-পাইস ফায়দা হাসিলের লক্ষে সামনের অর্ধেক অংশে উপভাড়া দিয়ে দোকানের সৌন্দর্য নষ্ট করছেন। আবার অনেকে দোকানের মালামাল সামনে ড্রেনের উপরে রাখায় পথচারী নারী-পুরুষরা চলাচলে নানাভাবে সমস্যার সম্মুখীন হন প্রতিনিয়ত।
তদারকি না থাকার কারনে ফুটপাত ব্যবসায়ীরা সাহস পাচ্ছেন বারবার। প্রতিনিয়ত অভিযানের দাবী পথচারীদের।
গত সোমবার সন্ধ্যায় ঈদগাঁও বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে আগে ফুটপাত ব্যবসায়ীরা সটকে পড়েন। অভিযানের পরবর্তী আবারো পূবের চেহারায় রুপ নেই।
ব্যবসায়ী ছৈয়দ করিম জানান- ঈদগাঁও বাজারে ফুটপাতের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযানের জোর দাবী প্রশাসনের নিকট।
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক নুরুল আমিন জানালেন, বাজার কমিটির পক্ষ থেকে বহুবাব অবগত করা হয়েছে ফুটপাত অবমুক্ত করার জন্য প্রসাশনের নিকট।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈদগাঁও শাখা সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম জানান, বাজারের দোকানদারেরা ফুটপাতের অধিকাংশ জায়গা দখল করে ফেলছে। যার ফলে হাঁটা-চলা বিঘ্ন সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। দেকানদারেরা তাদের দোকানের সামনে অস্থায়ী দোকান বসিয়ে প্রতি মাসে ভাল টাকা ইনকাম করছে। এতে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। ঈদগাঁও বাজারে ফুটপাত জায়গা অবমুক্ত করনের দাবী।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি