হারাধন কর্মকার রাজস্থলী।
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া আবাসিক হিন্দু পাড়া সার্বজনীন শ্রী শ্রী মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভ উত্তরায়ণ তিথিতে মহতী ধর্মসভা ও অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী অখন্ড হরিনামযঞ্জ ও মহোৎসব বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পূর্ণ হয়েছে।
মহোৎসব উপলক্ষেগত ১৩ জানুয়ারি মঙ্গলবার বিকালে সংগীত অনুষ্ঠান ও গীতা পাঠ প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৭ ঘঠিকার সময় মন্দির প্রাঙ্গণে এক মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উৎসব উদযাপন কমিটির সভাপতি প্রিয়লাল দত্ত।
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন,সনাতন ঋষি আশ্রমে অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ,বিশেষ আলোচক ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভোদানন্দ মহারাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাঙ্গালহালিয়া দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা থোয়াইসুই খই মারমা, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আলাউদ্দিন, কালি মন্দির পরিচালনা উপদেষ্টা বিমল দেব, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হারাধন কান্তি দাস,মনোরঞ্জন দাস,অর্থ সম্পাদক লিটন কান্তি দাস, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন কান্তি দে,জিকু বসাক, প্রকাশ সেন,লিটন দত্ত,বিকাশ বিশ্বাস, অজিত চন্দ্র তালুকদার,নয়ন চৌধুরী,জগদীশ দেবনাথ পুজন,সাংবাদিক মিন্টু কান্তি নাথ সহ এলাকার সনাতনী নর-নারী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। বুধবার দ্বিপ্রহরে শ্রী শ্রী মায়ের পূজা ও ভোগ নিবেদন শেষে আনন্দ বাজারে অন্নপ্রসাদ আস্বাদন করা হয়। উৎসবে মহাপ্রসাদ নিতে আশা ভক্তরা আনন্দ বাজারে অন্নপ্রসাদ আস্বাদন করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি