Logo
শিরোনাম
জেলা অভিভাবক দীপেন দেওয়ান- এর সঙ্গে  সৌজন্য সাক্ষাৎ করলো উপজেলা  বিএনপি ঈদগাঁওতে আওয়ামীলীগ ঘোষিত লকডাউনের প্রভাব পড়েনি, আইন শৃঙ্খলা বাহিনী মাঠে  লামায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামিলীগের নেতা গ্রেফতার ব্যবসায়ীর জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠছে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পরই ব্যবস্থা: বনভূমি দখল করে গড়ে ওঠা অবৈধ বসতবাড়ি গুড়িয়ে দিলো বনবিভাগ ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসায় হিফজ সমাপনী ও দোয়া মাহফিল সম্পন্ন ঈদগাঁওতে মাদ্রাসা ছাত্রীদের উত্ত্যক্ত, আটক ফয়সালের শাস্তির দাবীতে মানববন্ধন সার্টিফিকেট হারানোর বিজ্ঞপ্তি বিলাইছড়িতে বস্তায় আদা চাষে সাফল্য দেখিয়েছে বেগেনাছড়ির শান্তি রঞ্জন সরা দেশের ন্যায় কেশবপুরে ৫ম শ্রেনীর মডেলটেষ্ট পরীক্ষা শুরু

ব্যবসায়ীর জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠছে প্রতিপক্ষের বিরুদ্ধে

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ব্যবসায়ী সিদ্দিকুল আলম ডনের ক্রয়কৃত ভোগদখলীয় জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে বুধবার (১২ নভেম্বর)। পৌরসভা এলাকার পশ্চিম রাজবাড়ীর বাসিন্দা নুর নাহার বেগম নামের এক নারী জমি জবর দখলের চেষ্টা করছেন। জমি দখল করতে না পেরে প্রতিপক্ষ নুর নাহার বেগম এখন মিথ্যা অভিযোগ তুলে নানাভাবে হয়রানি করছেন। হয়রানির হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী সিদ্দিকুল আলম ডন।অভিযোগে জানা যায়, লামা উপজেলার ২৯৩নং ছাগল খাইয়া মৌজার ৩৬নং খতিয়ানের ১৩৫২ এর অংশ থেকে ১২ শতক জমি ক্রয় করে তথায় সীমানা পিলারসহ ঘেরাবেড়া দিয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন ব্যবসায়ী সিদ্দিকুল আলম ডন। লামা সদর ইউনিয়নের মেরাখেলা গ্রামের বাসিন্দা মাচানু মার্মা ৯ লাখ ৬০ হাজার টাকায় এ জমি বিক্রি করেন। এ জমির উত্তরে- রাস্তা, দক্ষিণে- বিক্রেতা নিজ, পূর্বে মো. আনোয়ার হোসেন ও পশ্চিমে- রাস্তা রয়েছে। কিন্তু পশ্চিম রাজবাড়ীর মনির আহমদের স্ত্রী নুর নাহার (৪৫) ওই জমি তার দাবী করে সিদ্দিকুল জবর দখলের পায়তারা শুরু করেন। এক পর্যায়ে গত ১৭ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি ফৌজদারী মামলাও করেন। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিকভাবে পরিমাপ পরিচিহ্নিত করা হয়। পরিমাপ পরিচিহ্নিত করণে সিদ্দিকুল আলম ডন’র জমিতে সিদ্দিকুল আলম ডন আছেন এবং নুর নাহার বেগমের জমিতে নুর নাহার বেগম দখলে আছেন বলে প্রতিয়মান হয়। এতে করে দুই পক্ষের মধ্যে কোন বিরোধ থাকার কথা না। কিন্তু নুর নাহার বেগম অযথা সিদ্দিকুল আলম ডনের জমি তার দাবী করে অযথা ঝামেলা করছেন বলে জানান স্থানীয় বাসিন্দা জাবের উদ্দিনসহ অনেকে। তারা বলেন, নুর নাহার বেগমের চৌহদ্দী হলো- ্উত্তরে সাইফুল মালেক, দক্ষিণে, পূর্বে ও পশ্চিমে- রেহানা ও আমেনা বেগম। এ চৌহদ্দীর জমি সিদ্দিকুল আলম ডনের জমি থেকে ৩০০ থেকে ৪০০গজ পূর্বদিকে এবং এ চৌহদ্দী মূলে নুর নাহার বেগম ৪২ শতক জমি দখলে আছেন।ভুক্তভোগী সিদ্দিকুল আলম ডন বলেন, নুর নাহার বেগমের জমি দখল চেষ্টার প্রশ্নই উঠেনা। বরং নুর নাহার বেগম লোভের বশীভূত হয়ে অনেক দূর থেকে এসে আমার ক্রয়কৃত ভোগদখলীয় ও নিস্কন্ঠক জমি জবর দখলের চেষ্টা করছেন। নুর নাহার বেগমের সব অভিযোগ সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নুর নাহার ও তার পরিবারের সদস্যরা বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, সিদ্দিকুল আলম ডন তাদের দখলীয় এক কানি জমি জোর পূর্বক দখলের পায়তারা করছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!