পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম (১২ পটিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্ত ফরিদ আহমদ চৌধুরী লাঙ্গল মার্কা বিজয় নিশ্চিত করতে জাতীয় পার্টি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ পটিয়া মানুষকে ভালো বাসতেন, একারণে পটিয়ায় অনেক উন্নয়ন হয়েছিল জাতীয় পার্টির আমলে। জাতীয় পার্টি ক্ষমতা থাকাকালীন সময়ে দেশের শান্তি শৃঙ্খলা ছিল, আইনশৃঙ্খলা ভালো ছিল, দেশের মানুষ সুখে শান্তিতে ছিল।
এ ধারাবাহিকতা ফিরিয়ে আনতে আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিজয় করার জন্য তিনি জাতীয় পার্টি নেতাকর্মী ও পটিয়াবাসীর প্রতি আহবান জানান। ফরিদ আহমদ চৌধুরী তাকে মনোনয়ন দেওয়ায় দলের চেয়ারম্যান জিএম কাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্ত হয়ে পটিয়া আসলে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে একটি কমিউনিটি সেন্টারে দলের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানালে এসময় উপরোক্ত কথাগুলো বলেন। এসময়
তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা আমান উল্লা আমান,
আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, ফয়জুল কবির চৌধুরী টিটু, মোস্তাক আহমদ, নাজিম উদ্দীন মজুমদার, জাহাঙ্গীর মেম্বার, তাপস বড়ুয়া,
রাজিব চৌধুরী, সাহাব মিয়া, হাসান, আজাদ প্রমুখ
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি