রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ বিলাইছড়িতে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হিল ফ্লাওয়ার’-এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম’ (CCHP) বিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল), উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভাঃ) ও ভ্যাটেনারী সার্জন ডা: গোলাম আজম, মেডিকেল অফিসার নুর উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভাঃ) রিনি চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অঃদাঃ) নাজমুল হাসান। হিল ফ্লাওয়ার এর মনিটরিং অফিসার মিলন চাকমা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার বিজয় মার্মা। এছাড়াও উপস্থিত ছিলেন হিল ফ্লাওয়ার এর ব্যবস্থাপক ( অর্থ ও প্রশাসন) সনজিৎ তনচংগ্যা, প্রোগ্রাম কাম এডমিন বিপাশা চাকমা এবং উপজেলা টীম লিডার রাকেশ চাকমা প্রমূখ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি