মংহাইথুই মারমা :রুমা প্রতিনিধি :শুক্রবার (২৯জানুয়ারি) বিকাল সাড়ে ৪টা দিকে বান্দরবানে রুমা উপজেলা মুসলিম পাড়ার সংলগ্ন পাহাড়ের এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুনসং পাড়া থেকে মালবাহী আঁদা বস্তা পরিবহণে (লট নং-১৬৭৫) পাহাড়ে নামার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলেই গুরুত্ব আহত হয়েছে ড্রাইভার মোস্তাক। এতে আরো আহত হন ৬জন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিদের সাথে সাৎক্ষাকারে জানিয়েছেন,জীব চালক ছিলেন গুড়া আজিজ (৩০), নুর হোসেন(৩২), অধির দাশ(৩৪), রাসেল(২৫),মোস্তাক ড্রাইভার(৩৮) ও মোঃবাবু (২৫)সহ আরো একজন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি