Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে জামাযাতে ইসলামীর ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লামায় জুলাই সনদ ঘোষণা ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের সমাবেশ কেশবপুরে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল পার্বত্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক বাঘাইছড়িতে ঈদগাঁওতে ইসলামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈদগাঁও ভোমরিয়াঘোনায় জামায়াতের কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত ঈদগাঁওতে ডাকাতি-অপহরন নির্মূলে পাহাড়ে চিরুনী অভিযান, নারী ওসির সাহসী পদক্ষেপ  বর্ষীয়ান রাজনীতিবিদ প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা’র মৃত্যুতে  সুপ্রদীপ চাকমা ও রাজা দেবাশীষ রায়ের শোক নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিক আটক নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির উদ্যোগে অসহায়-দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী ভাষা উৎসব উদযাপিত

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নস্থ মণিপুরী ভাষাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাঁচিয়ে রাখা ও বিকশিত করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ এর আয়োজনে তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মণিপুরি সম্প্রদায়ের ভাষা উৎসব উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৩ই মে) সকাল সাড়ে ১০ টায় জাতীয় পতাকা ও বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগম। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বণার্ঢ্য র‍্যালি আদমপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে আবার বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হয়। সকাল সাড়ে ১১টায় ১ম-৮ম ( ক শাখা) ও ৯ম-১০ম (খ শাখা) শিক্ষার্থীদের অংশগ্রহণে মণিপুরী ভাষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মণিপুরী ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বিকেল ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পর্বে বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি ও প্রাবন্ধিক এ কে শেরাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নামব্রম শংকর ও কবি আয়েকপাম অঞ্জু এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৌরভ সিকদার। বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক এবং জাবারাং কল্যাণ সমিতি নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক উদযাপন জাতীয় কমিটির উন্নয়নকর্মী ও সদস্য সচিব বাঁধন আরেং, দৈনিক প্রথম আলো কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ। এছাড়াও শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উৎসবে অংশগ্রহণ করেন। আর গত ২০০৮ সাল থেকে মণিপুরী ভাষা উৎসব পালিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!