সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়িতে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল। বাংলাদেশ নারী ফুটবল দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যানসারে আক্রান্ত মা ভূজোপতি চাকমার সঙ্গে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্যরা ঋতুপর্ণার মায়ের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা পৌঁছে দেন।
আজ বুধবার ৯ ই জুলাই সকালে রাঙামাটির কাউখালীর দুর্গম মগাছড়িতে ঋতুপর্ণার বাড়িতে প্রতিনিধিদলটি যায়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, তারেক রহমানের নির্দেশনায় ঋতুপর্ণা চাকমার ক্যানসার আক্রান্ত মা ভূজোপতি চাকমার সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। এ সময় পরিবারটির প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী। তারেক রহমানের পক্ষ থেকে ভূজোপতি চাকমার হাতে চিকিৎসাসহায়তা তুলে দেওয়া হয়। এবং পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন রিজভী।
প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল ও আবুল কাশেম, সদস্যসচিব মোকছেদুল মোমিন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার প্রমুখ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি