আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি,(বানাদরবান) প্রতিনিধিঃ
মোহাম্মদ জাকারিয়া (১৭৮৬৩) কে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি’র উপজেলায় নতুন ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ জাকারিয়া সহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের একই পদমর্যাদার ২৯জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসাবে
পদায়ন করা হয় । বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্মতিক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মতে এ আদেশ
মোহাম্মদ জাকারিয়া নাইক্ষ্যংছড়ি উপজেলার নতুন ইউএনও করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নাইক্ষ্যংছড়ির ইউএনও পদে নতুন নিয়োগ পাওয়া মোহাম্মদ জাকারিয়া বর্তমানে কক্সবাজার সদর উপজেলার ইউএনও হিসাবে কর্মরত আছেন। কক্সবাজার সদর উপজেলায় তিনি ২০২১ সালের ২৬ মে থেকে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁহ এর ইউএনও এর অতিরিক্ত দায়িত্বও পালন করেছেন। মোহাম্মদ জাকারিয়া বিসিএস (প্রশাসন) ৩৪তম ব্যাচের একজন সদস্য। তাঁর নিজের বাড়ি বাড়ি চট্টগ্রাম জেলায়। অপরদিকে, নাইক্ষ্যছড়ির বর্তমান ইউএনও রোমেন শর্মা-কে (১৭৭১০)-কে একই প্রজ্ঞাপনে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ইউএনও হিসাবে বদলী করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি